Notification texts go here Contact Us Buy Now!

LT-Vet DS || Tablat || এলটি ভেট ডিএস || ট্যাবলেট ||

Vetmedi
LT-Vet DS
Triclabendazole INN + Levamisole Hydrochloride Bp
Only for the use of animals.
Unit Price: 45৳ (10×2)
Strip Price: 90৳

নির্দেশনা:

গবাদি পশুর কলিজা কৃমি ও গোলকৃমি ধ্বংসের জন্য এলটি (ভেট) ট্যাবলেট। অত্যন্ত কার্যকরী কৃমিনাশক। ফ্যাসিওলা হেপাটিকা ও ফ্যাসিওলা জাইগেনটিকা দ্বারা সৃষ্টি সব ধরনের (তীব্র, অতি তীব্র ও ক্রনিক) কলিজা কৃমি জনিত রোগ; পাকস্থলী ও অন্ত্রনালীর প্রধান কৃমি যথাঃ এবোমেজাম এর হেমনকাস ও অস্টারটেজিয়া, ক্ষুদ্রান্তের কুপারিয়া, ট্রাইকোট্রানজাইলাস ও বুনোষ্টোমাম, বৃহদন্ত্রের ইসোফেগাস্টোমাম ও টাইচুরিস এবং ফুসফুসের ডিকটাইওকলাস প্রজাতির বিভিন্ন প্রকার কৃমি এই ব্রড স্পেকট্রাম কৃমিনাশক দ্বারা সমূলে বিনাশ করা যায়।

মাত্রামাত্রা ও প্রয়োগবিধি:

প্রতি কেজি দৈহিক ওজনের জন্য ১৯.৫ মি.গ্রা. অথবা

এলটি (ভেট) ট্যাবলেট পানিতে গুলিয়ে কিংবা খাদ্যের সঙ্গে (চিটা গুড়-এর সাথে মিশিয়ে কিংবা কলাপাতায় মুড়িয়ে) সরাসরি মুখে খাওয়াতে হবে।

অথবা, রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শে ব্যবহার্য।

উপাদান:

প্রতিটি ট্যাবলেট-এ আছে ট্রাইক্লাবেনডাজল আইএনএন ১৮০০ মি.গ্রা ও লিভামিসোল বিপি (হাইড্রোক্লোরাইড হিসেবে)। ..........১২০০ মি.গ্রা.

ফার্মাকোলজি:

লিভামিসল কুমির গ্যাংলিয়নকে উদ্দীপিত করে এবং মাংসপেশীর ডিপোলারাইজেশন করে। এই দ্বৈত ক্রিয়ার ফলে কৃমি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। পক্ষাঘাতগ্রস্থ কমি পোষকের অস্ত্রে লেগে থাকতে পারে না এবং ফলস্বরুপ পোষক দেহ থেকে বের হয়ে যায়। ট্রাইক্লাবেন্ডাজল হচ্ছে বেনজিমিডাজল এর ডেরিভেটিভস। এটি যকৃত কৃমির সকল ধাপের (এক দিন বয়স হতে পূর্ণাঙ্গ) কৃমির বিরুদ্ধে খুবই কার্যকর। এটি বি-টিউবিউলিন এর সাথে আবদ্ধ হয় এবং টিউবিউলিনকে মাইক্রোটিউবিউলস-এ রুপান্তর হতে দেয় না। ফলে পরজীবীর কোষের গঠন ও পরিবহণ ক্রিয়া ধ্বংস হয়ে যায়, পরিনামে পরজীবী মারা যায়।

প্রতিনির্দেশনা:

এলটি (ভেট) ট্যাবলেট যে কোন ধরণের রোগের ক্ষেত্রে অন্যান্য ঔষধ দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে ব্যবহার প্রতিনির্দেশিত। সক্রিয় উপাদানের প্রতি সংবেদনশীল প্রাণীতে এটি ব্যবহার করা যাবে না।

সতর্কতা:

এলটি (ভেট) ট্যাবলেট খাওয়ানোর পর প্রাণীকে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পানি দিতে হবে

পার্শ্ব-প্রতিক্রিয়া:

এলটি (ভেট) ট্যাবলেট প্রাণীতে খুবই সহনীয়। নির্দেশিত মাত্রায় কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।

গর্ভবতী ও দুগ্ধবতী

গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার নিরাপদ।

ঔষধ মিথস্ক্রিয়া:

এলটি (ভেট) ট্যাবলেট অর্গানোফসফরাস যুক্ত পণ্যের সাথে ব্যবহার করা যাবে না।

মাত্রাধিক্যতা:

অতিরিক্ত মাত্রায় ব্যবহারে লিভামিজল এর কারণে অস্থায়ী পার্শ্ব-প্রতিক্রিয়া (লালাস্রাব এবং হালকা পেশীর কম্পন) দেখা যেতে পারে।

প্রত্যাহারকাল:

মাংস ২৮ দিন এবং দুধ ১০ দিন।

সংরক্ষণ:

শিশুদের নাগালের বাইরে রাখুন। আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

সরবরাহ:

৫×৪ টি ট্যাবলেট।